লোকসভায় শপথ নিলেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব

সাংসদ পদে শপথ নিলেন অখিলেশের স্ত্রী মুলায়ম সিং যাদব। তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার। স্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব। ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। শপথগ্রহণ শেষে ডিম্পলকে দেখা গেল সনিয়াকে প্রণাম করতে। কিছুক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন। চেয়ে নেন আশীর্বাদ।মুলায়মের জীবনাবসানে শূন্য হয় মইনপুরী সংসদীয় কেন্দ্র। সমাজবাদী পার্টির তরফ থেকে ওই কেন্দ্রে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে শুরু হয় জল্পনা। ডিম্পল যাদবকে প্রার্থী করে সমাজবাদী পার্টি কার্যত চমক দিল। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল রঘুরাজ সাক্যকে। কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি ওই কেন্দ্রে প্রার্থী না দেওয়ায় লড়াই হয় হাড্ডাহাড্ডি।ডিম্পল যাদবের কাছে ২,৮৮, ৪৬১ ভোটের ব্যবধানের তিনি পরাজিত হন।

error: Content is protected !!