নয়া ৫০০ বিমানের বরাত দিচ্ছে এয়ার ইন্ডিয়া

৫০০ বিমানের বরাত দিতে চলেছে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী। জানা গেছে, এয়ারবাস এবং বোয়িংকে টাটা গোষ্ঠী এই বিপুল সংখ্যক বিমানের অর্ডার দিতে চলেছে। খরচ পড়বে কয়েক শো কোটি ডলার। এরমধ্যে ৪০০টি ছোট এবং ১০০টি বা তার বেশি বড় আকারের বিমানের বরাত দেওয়া হতে পারে। তবে এই চুক্তি নিয়ে টাটা গোষ্ঠী, এয়ারবাস বা বোয়িংয়ের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। 

error: Content is protected !!