৩ দিনের মেঘালয় সফরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ দুপুর আড়াইটা নাগাদ মেঘালয়ে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে আছেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সিলং বিমান বন্দরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারের সাংসদকে অভ্যর্থনা জানান মেঘালয়ের সবুজ শিবিরের নেতৃত্ব এবং সদস্যরা। উল্লেখ্য, ৩ দিনের মেঘালয় সফরে গিয়েছেন মমতা এবং অভিষেক। রয়েছে একাধিক কর্মসূচি। আগামিকাল রয়েছে জোড়াফুল শিবিরের সভা। আগামী বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। ভালো ফল করতে সবুজ শিবির এখন থেকেই জোর দিচ্ছে জনসংযোগ এবং প্রচারে। প্রসঙ্গত, মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূল। এর আগে ২ বার মেঘালয় সফর করেছেন অভিষেক। শিলং এবং তুরায়ে চালু হয়েছে দলীয় কার্যালয়। আর এবার সভা করতে এসেছেন খোদ তৃণমূল সুপ্রিমো এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক।

error: Content is protected !!