
তারিখ বদল শুভেন্দুর, বললেন ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের বড় ডাকাত জেলে যাবেই
হাজরায় বিজেপির প্রতিবাদ সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসের তিনটি তারিখের কথা একাধিকবার বলেছিলেন। এদিন ছিল সেই তারিখগুলির মধ্যেই একটা দিন। শুভেন্দু অধিকারী বলেন, “আজ একসঙ্গে মেঘালয়ে গিয়েছেন। কয়েকদিন আগে আমার বাড়ির ওখানে সভা করতে গেছিলেন। অনেক কথা তিনি বলেছেন। আমাকে বলেছিল আমি নাকি লেজ গুটিয়ে পালিয়েছি। দক্ষিণ কলকাতায় আমাদের একটাও কাউন্সিলর নেই। একটাও বিধায়ক নেই। পুজো কমিটিতেও বিজেপির লোকেদের ঢুকতে দেয় না। ভয় আপনারা পেয়েছেন। তার কারণ পশ্চিমবঙ্গে আপনারা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় রয়েছেন শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে।” তিনি বলেন, “বিচারব্যবস্থা আছে বলেই আজকে এখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখতে পারছি। সেই বিচারের উপরে আস্থা আমাদের আছে। এই তারিখ হয়তো সিস্টেম অনুযায়ী বা অন্য কোনও কারণে ১৩ জানুয়ারি করা হয়েছে। আমি সকালে মর্নিংওয়াক করতে গিয়ে মিডিয়াতে স্টেটমেন্ট করি না। আমি বিরোধী দলনেতা, লক্ষ্মণ শেঠ, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। পশ্চিমবঙ্গের বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলের ভিতরে যাবেই। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। ১৪ ফেব্রুয়ারি হবে না। এ কথা দায়িত্ব নিয়ে বিরোধী দলনেতা এতো মানুষকে সাক্ষী রেখে বলে গেলাম।”