জেলা সিবিআই হেফাজতে মৃত লালন শেখের স্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় by সংবাদ AME বাংলা 24X 7 সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়িতে গেলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রবিবার লালনের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী রেশমা বিবির সঙ্গে দেখা করেন তিনি। এদিন সাক্ষাৎ করে রেশমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ । সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/