রাজ্যে ২৫০ এমবিবিএস আসন বাড়ানো হচ্ছে

আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির আওতায় বাংলায় এমবিবিএস-এ আরও ২৫০ আসন বাড়ছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। রাজ্যর স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ দেবাশিস ভট্টাচার্য ৫ সরকারি মেডিক্যাল কলেজকে দ্রুত আসন বাড়ানোর জন্য আবেদন করতে বলেছেন। এই ৫টি মেডিক্যাল কলেজ হল ডায়মন্ডহারবার, রামপুরহাট, পুরুলিয়া, রায়গঞ্জ এবং কোচবিহার। সবক’টিতে ১০০টি করে আসন রয়েছে। প্রতিটিতে ৫০টি করে আসন বাড়িয়ে ১৫০ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই মর্মে দ্রুত আবেদন করতে বলা হয়েছে এই পাঁচ মেডিক্যালের অধ্যক্ষকে। 

error: Content is protected !!