আফগানিস্তানে জ্বালানির ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত ১৯, আহত ৩২

আফগানিস্তানে সুড়ঙ্গে জ্বালানির ট্যাঙ্কারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১৯ জনের। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে ৩২ জনের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পারওয়ান প্রদেশে। জানা যাচ্ছে, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত পারওয়ান প্রদেশের সালাং নামে একটি সুড়ঙ্গ। এদিন রাতে উত্তর ও দক্ষিণ আফগানিস্তানের মধ্যে সংযোগ রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ ওই সুড়ঙ্গে বিস্ফোরণটি ঘটে। কী কারণে জ্বালানির ট্যাঙ্কারে আগুন লেগেছিল, তা স্পষ্ট নয়। মৃতদের মধ্যে রয়েছেন পাঁচ জন মহিলা ও দু’টি শিশু। বাকিরা পুরুষ বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। মৃতদের অধিকাংশেরই দেহ এমন ভাবে পুড়ে গিয়েছে তাঁদের সনাক্ত করতে সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনকে। মৃতেরা ওই সুড়ঙ্গে কী করছিলেন, তা স্পষ্ট নয়। তবে ধারণা, তাঁরা প্রত্যেকই সুড়ঙ্গের ভিতরে থাকা অন্য গাড়ির যাত্রী ছিলেন। ট্যাঙ্কারে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের ভিতরে থাকা বেশ কয়েকটি অন্য গাড়িতেও পর পর আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। পূর্ত দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, সুড়ঙ্গের ভিতরের আগুন নেভানো হয়েছে। উদ্ধারকাজ চলছে। তালিবান প্রশাসনের মুখপাত্র হিমাতুল্লা শামিম জানিয়েছেন, সুড়ঙ্গের ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

error: Content is protected !!