আসানসোলে কম্বল বিলির কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার বিজেপি কাউন্সিলর

আসানসোলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিলির কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় এক বিজেপি কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার আসানসোল পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় অবশেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর চৈতালি তেওয়ারির উদ্যোগে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অনুষ্ঠান থেকে কম্বল বিতরণ করেন নন্দীগ্রামের বিধায়ক। ছিল না সভার অনুমতি। সেই কর্মসূচিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশু সহ তিন জনের। মৃতদের নাম যথাক্রমে প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউড়ি (৬০)। সেই ঘটনার তদন্তেব নেমে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারির ফ্ল্যাটে যান গোয়েন্দারা। কিন্তু তিনি বাড়িতেই ছিলেন না। ফ্ল্যাটের দরজা তালা বন্ধ ছিল। ফলে বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যায় পুলিশ। আগের দিন সোমবারও তাঁর বাড়িতে গিয়ে চৈতালিকে পায়নি পুলিশ। ওইদিনই তলবের নোটিস দিয়ে এসেছিলেন তদন্তকারীরা। পুলিশের তরফে নোটিসে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আবার তলব করতে আসবেন আসানসোল- দুর্গাপুর পুলিশ আধিকারিকরা। কিন্তু পুলিশের তরফে আগাম সময় জানিয়ে দেওয়া হলেও, পাওয়া যায়নি চৈতালিকে। 

error: Content is protected !!