মেলেনি ৩ তারিখ তত্ত্ব, শুভেন্দু অধিকারীর নাম না করে নিখোঁজ পোস্টার

শুভেন্দু অধিকারীর নাম না করে এবার পড়ল নিখোঁজ পোস্টার । বৃহস্পতিবার শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা মিলল পোস্টার। যে পোস্টারে রাজ্যের বিরোধী দলনেতাকে ব্যঙ্গ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পোস্টারের নেপথ্যে রয়েছে  তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। ডিসেম্বর মাসের তিনটি তারিখের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরে রাজ্যে বড় ধরণের ঘটনা ঘটবে বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি। কিন্তু তিনটি তারিখেই রাজ্যে ঘটেনি বড় কোনও ঘটনা। আর এরপরেই নন্দীগ্রামের বিধায়ককে চেপে ধরার জন্য রাজ্যের শাসকদল পাল্টা কৌশল নিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও সেই পোস্টারে কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেওয়া হয়নি। লেখার সঙ্গে একটি ব্যঙ্গচিত্র ছাপা হয়েছে পোস্টারে। সলটলেক, হাওড়া, ব্যারাকপুর, বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে এই পোস্টার টাঙানো হয়েছে।

error: Content is protected !!