ফের প্রাথমিকে ৫৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের চাকরি গেল আরও ৫৩ জন প্রাথমিক শিক্ষকের। একজন শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানাও করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। নিয়ম বহির্ভূত ভাবে এক নম্বর বাড়িয়ে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। ওই ২৬৯ জনেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ওই শিক্ষকরা। বিষয়টি ফের কলকাতা হাইকোর্টের বিবেচনার জন্য় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ২৬৯ জন শিক্ষককে মামলায় যুক্ত করার নির্দেশও দেয় শীর্ষ আদালত। নির্দেশের পরই অভিযুক্ত শিক্ষকদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। হলফনামায় টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র এবং নম্বর বৃদ্ধির জন্য় সংশ্লিষ্ট শিক্ষকরা যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন করেছিলেন, তার প্রমাণ জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। নির্দেশ অনুযায়ী ৫৪ জন শিক্ষক কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দেন।

error: Content is protected !!