চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
চিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অধিকর্তা টেডরস অধানম ঘেব্রেসুস জানিয়েছেন চিনের করোনা-পরিস্থিতি নিয়ে তিনি ‘ভেরি কনসার্নড’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনকে অবিলম্বে টিকাকরণ বাড়াতে বলেছে, বিশেষ করে যাঁরা বয়স্ক বা যাঁদের নানা কো-মরবিডিটি রয়েছে তাঁদের ক্ষেত্রে টিকাদানের ক্ষেত্রে আর দেরি যেন না করা হয় বলেছেন তিনি।