উদ্বোধনের আগেই জোকা ও তারাতলার মধ্যে পরীক্ষামূলক ভাবে ছুটল মেট্রো

 নতুন বছরের শুরুতেই যাত্রীদের উপহার দিতে চলেছে মেট্রোরেল। জোকা থেকে তারাতলা রুটে চালু হবে ট্রেন। বড়দিনের আগেই জোকা ও তারাতলার মধ্যে পরীক্ষামূলক ভাবে ছুটল মেট্রো। জোকা-এসপ্ল্যানেড রুটে প্রাথমিক পর্বে মেট্রো ছুটবে তারাতলা পর্যন্ত। তারই প্রস্তুতিতে শনিবার জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটি এসি রেক চালানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন এই প্রকল্প। উদ্বোধনের আগে তুঙ্গে জোকা মেট্রোর শেষ পর্বের প্রস্তুতি। শনিবার মেট্রো রেলের আধিকারিকদের সাথে এসে জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শনের পরে জানালেন মেট্রো রেলের জিএম অরুণ অরোরা। তিনি জানান, জোকা-তারাতলা রুটে মেট্রো চালু হবে চলতি বছরেই। ডিসেম্বরেই নতুন রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। নিউ গড়িয়া থেকে রুবি রুটের কাজও দ্রুত শেষ করার কথা জানান তিনি।

error: Content is protected !!