আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য যাত্রা উৎসব

৩২ দিন ব্যাপী রাজ্য যাত্রা উৎসবের সূচনা হবে । যাত্রা অ্যাকাডেমির উদ্যোগে আগামী ২৪ জানুয়ারি বিকেল তিনটেয় উত্তর ২৪ পরগনার বারাসতের কাছারি ময়দানে মন্ত্রী তথা যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস ২৭তম এই যাত্রা উৎসবের উদ্ধোধন করবেন। সভাপতিত্ব করবেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী সহ যাত্রা জগতের দিকপালরা। রাজ্য যাত্রা সম্মেলনের যুগ্ম সম্পাদক রূপকুমার ঘোষ ও তাপসকুমার দাস বৃহস্পতিবার জানান, ২৪ ও ২৫ জানুয়ারি বারাসতে হবে প্রথম পর্যায়ের যাত্রা উৎসব। ২৬ জানুয়ারি থেকে বাকি একমাস যাত্রা উৎসব চলবে উত্তর কলকাতার ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে। প্রতিদিন সন্ধ্যা পাঁচটায় শুরু হবে যাত্রা। অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, করোনার কারণে গত দুই বছর বারাসতে যাত্রা উৎসবের সূচনা হয়নি। এবছর পরিস্থিতি ঠিক থাকায় ফের সেখানে এর আয়োজন করা হয়েছে।

error: Content is protected !!