রাজ্যে নষ্ট ৮০ হাজার ডোজ বুস্টার টিকা

বুস্টার টিকা গ্রহণে দীর্ঘদিনের তীব্র অনীহা থাকায় বাংলায় নষ্ট (মেয়াদ উত্তীর্ণ) হয়ে গেল ৮০ হাজার ডোজ কোভ্যাকসিন। সেগুলি বদলে আরও ৮০ হাজার ডোজ কোভ্যাকসিন পাঠানো হয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তরের বাগবাজারের স্টোরে। তবে কেন্দ্রের কাছে বাংলার এখনও পাওনা রয়েছে ১৫ লক্ষ ২০ হাজার ডোজ ভ্যাকসিন। এর মধ্যে কোভিশিল্ড ১০ লক্ষ ডোজ। প্রসঙ্গত, স্বাস্থ্যদপ্তর কিছুদিন আগেই রিভিউ করে দেখে, প্রথম এবং দ্বিতীয় ডোজের কোভিড টিকাকরণ বেশ ভালো হলেও বাংলায় বুস্টারে অনীহাই রয়েছে। বুস্টার নিয়েছেন মাত্র ২৬ শতাংশ নাগরিক।

error: Content is protected !!