
বউবাজারে ভেঙে পড়ল বিল্ডিংয়ের বারান্দার একাংশ
ভেঙে পড়ল বউবাজার মার্কেট এলাকার একটি বিল্ডিংয়ের বারান্দার একাংশ। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ। তবে স্বস্তির খবর, এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সকালের দিকে দুর্ঘটনা হওয়ায় লোক কম ছিল। ফলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হবে, আশ্বাস স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-র। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের কর্মীরা। বারান্দার ভেঙে পড়া অংশ সরানোর কাজও শুরু হয়েছে।