ফেব্রুয়ারিতেই বঙ্গে রথযাত্রা বিজেপির!

লোকসভা ভোটের বাদ্য বাজতেই বিজেপির রথযাত্রার ভাবনা। কোর কমিটির বৈঠকের আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, জনসংযোগের লক্ষ্যে লোকসভা ভোটকে মাথায় রেখে রথযাত্রার কথা ভাবা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে হতে পারে রথযাত্রা। গতবছর, ২০২১-এর এই ফেব্রুয়ারিতেই বিধানসভা ভোটের আগে রাজ্যে রথযাত্রা করেছিল বিজেপি। ১৬- ১৭ জানুয়ারি দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকেই ২৪-এর লোকসভা ভোটের বাদ্যি বাজিয়ে দেবেন মোদি – শাহ – নাড্ডারা। বৈঠক চুকলেই দেশজুড়ে প্রবাস কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় বেরিয়ে পড়বে বিজেপি। রাজ্যে বিজেপির এই জনসংযোগ যাত্রারই পোশাকি নাম রথযাত্রা।

error: Content is protected !!