পথচলা শুরু জোকা-তারাতলা মেট্রোর, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জোকা-তারাতলা মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুক্রবার কলকাতা মেট্রোর এই নয়া রুটের উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। ১১টা ৪৫ মিনিটে বন্দে ভারতের উদ্বোধনের পর জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন করতে পৌঁছে যান রেলমন্ত্রী। জোকা স্টেশনে মেট্রো স্মার্ট কার্ডের জি২০-এর প্রতীক দেওয়া নতুন নকশাও উন্মোচন করেন তিনি। রেলমন্ত্রী এবং বাকি আধিকারিকদের নিয়ে জোকা থেকে তারাতলা পৌঁছয় নতুন মেট্রো। জোকা-তারাতলা রুটে মোট ৬টি স্টেশন রয়েছে। তবে প্রথম দিনের সফরের সময় মেট্রোটি কোনও স্টেশনে দাঁড়ায়নি। রেলমন্ত্রী এবং বাকি আধিকারিকদের নিয়ে জোকা থেকে শুরু করে একবারে তারাতলা স্টেশন গিয়ে পৌঁছয় মেট্রোটি। মেট্রোর প্রথম সফরের সাক্ষী ছিল স্থানীয় একটি স্কুলের পড়ুয়ারা।  মেট্রো রেল চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেহালাবাসীও। আজ উদ্বোধন করা হলেও জনসাধারণের জন্য পরিষেবা চালু হবে ২ জানুয়ারি থেকে। আপাতত এই রুটে একটি মেট্রোই যাতায়াত করবে। সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ২০ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ভাড়া ৫ টাকা। জোকা থেকে সখেরবাজার আর বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া ১০ টাকা। জোকা থেকে বেহালা বাজার আর তারাতলার ভাড়া ২০ টাকা। সখেরবাজার আর বেহালা চৌরাস্তা থেকে জোকা বা তারাতলা যেতে ভাড়া পড়বে ১০টাকা করে।

error: Content is protected !!