জেলায় জেলায় শৈত্য প্রবাহের সর্তকতা জারি

জাঁকিয়ে পড়েছে শীত । চলতি সপ্তাহ থেকে রাজ্যে শীতের আমেজ ভালোই উপভোগ করছে রাজ্যবাসী। আগামী আরও ৫-৬ দিন শীতের স্পেল থাকবে রাজ্যে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের শৈত্যপ্রবাহের সর্তকতা। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা শৈত্য প্রবাহের কবলে পড়বে, সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সর্তকতা জারি।  উত্তরবঙ্গে কুয়াশা আর দক্ষিণে পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিমের বাতাস বইছে অবাধ গতিতে। তার প্রভাব থাকবে কলকাতা-সহ রাজ্যে। তবে ঠান্ডার ইনিংস চলবে। এদিন শহরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।গতকালকের তুলনায় দুডিগ্রি বেশি। যদিও স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ২ ডিগ্রি কম। আগামী ৫ থেকে ৬ দিন এরকমই পরিস্থিতি চলবে শহর জুড়ে। সকালের দিকে কুয়াশা থাকার জন্য কিছুটা বেড়েছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে রাজ্যে। আগামী ১০ জানুয়ারি ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে।
 শনিবার থেকে সোমবারের মধ্যে কাশ্মীর ভ্যালি সহ উত্তর-পশ্চিম হিমালয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে। 

error: Content is protected !!