
জি-২০ এবং গঙ্গাসাগর মেলায় বাড়তি নিরাপত্তার জেরে বাবুঘাটে বিজেপি-র মঞ্চ খুলে দিল পুলিশ
তিন দিন ব্যাপী জি-২০ বৈঠক চলছে কলকাতায়। মঙ্গলবার এই বৈঠকের দ্বিতীয় দিন। গঙ্গাসাগর মেলাও চলছে। সেই জন্য বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে। জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এই পরিস্থিতিতে গঙ্গা আরতির জন্য বাবুঘাটে মঞ্চ তৈরি করেছিল বিজেপি। তবে ছিল না পুলিশি অনুমতি। গঙ্গা আরতি কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল গেরুয়া শিবির। তবে সেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জি-২০ বৈঠক এবং গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ তৎপর পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি জোর দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি চাইছে বাবুঘাটে গঙ্গা আরতি করতে। সেখানে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এখনই। নিরাপত্তা না থাকলে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তাই কর্মসূচি পেছানোর জন্য অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর, পুলিশি অনুরোধে বিজেপি কান দেয়নি। বাবুঘাটে তৈরি করেছিল মঞ্চ। নিরাপত্তার কথা মাথায় রেখে সেই মঞ্চ খোলার জন্য বারবার বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। গেরুয়া শিবির তা না শুনলে, সোমবার ওই মঞ্চ খুলে দেয় পুলিশ। অন্যদিকে, ঘটনাস্থলে ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা সজল ঘোষ। তাঁদের দাবি, তাঁরা আজই গঙ্গা আরতি করবেন। এই পরিস্থিতিতে বিজেপি এবং পুলিশ আধিকারিকদের মধ্যে শুরু হয় বচসা। সেই বচসা থেকে বাধে ধস্তাধস্তি। আটক করা হয় বিজেপি নেতা সজল ঘোষকে। যখন এই ঘটনা ঘটেছে, তখন অবশ্য এলাকায় ছিলেন না বঙ্গ বিজেপি সভাপতি।