মিজোরামের সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালাল মায়নামার এয়ারফোর্স

মিজোরামের সীমান্তে বোমা বর্ষণ করেছে মায়ানমার। মিজোরাম সংলগ্ন সীমান্তে সন্ত্রানবাদী-সংগঠনের ক্যাম্প লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মায়নামার সেনাবাহিনী। দুই দেশের সীমানায় অবস্থিত সন্ত্রাসবাদী সংগঠনের একটি ক্যাম্প লক্ষ্য করে ওই বোমা ফেলা হয়। এই হামলায় সন্ত্রাসবাদী সংগঠনের বেশ কিছু লোকের হতাহত হওয়ার খবর পাওয়া গেলেও ভারতীয় সেনাসূত্রে খবর, এই বিমান হামলায় ভারতীয় সীমান্তে কোন ক্ষয়ক্ষতি হয়নি।  তথ্য অনুযায়ী, মঙ্গলবার মায়ানমারের জান্তার নির্দেশে চিন ন্যাশনাল আর্মির (সিএনএ) ভিক্টোরিয়া ক্যাম্পে বিমান হামলা চালানো হয়েছে। চিন ন্যাশনাল আর্মি মায়নামারের সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। সিএনএ-এর সদর দফতর মায়নামার সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্ব রাজ্য মিজোরামের ভিক্টোরিয়া ক্যাম্পে। এই সদর দফতরেই মায়নামার সেনাবাহিনী তাদের ফাইটার জেট বিমান থেকে বোমা নিক্ষেপ করে। এই বোমা হামলায় সিএনএর কিছু সদস্য নিহত ও আহত হয়েছে বলে খবর।

error: Content is protected !!