বহরমপুরে বাইক দুর্ঘটনায় মৃত ৩

বহরমপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। গভীর রাতে কুমড়োদহ ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। ওই বাইকে থাকা তিন যুবক গুরুতর জখম হয়। তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তিনজনেরই বাড়ি হরিহরপাড়া থানা এলাকায়।

error: Content is protected !!