হিমাচলের সিমলায় ব্যাপক তুষারপাত

নতুন বছর ২০২৩-কে স্বাগত জানানোর আনন্দে মেতেছে গোটা বিশ্বের মানুষ। বেশিরভাগ মানুষই এখন ছুটির মেজাজে। পরিবারের সঙ্গে উৎসবে সামিল হতেই বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েছেন কেউ পাহাড় বা সমুদ্রে। শীতের মরশুম হিমাচলের সিমলায় শুরু হয়েছে তুষারপাত। পাহাড়ে তুষারপাত দেখতে বেশি ভির জমিয়েছে মানুষরা। 

error: Content is protected !!