খুনের মামলায় ১০ বছরের জেল, সাংসদ পদ খোয়ালেন এনসিপি-র মহম্মদ ফয়জল

খুনে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত জনপ্রতিনিধি, মহম্মদ ফৈজল হারালেন সাংসদ পদ। লোকসভা সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ জানুয়ারি (সাজা ঘোষণার দিন) লাক্ষাদ্বীপের জনপ্রতিনিধি, মহম্মদ ফৈজলের সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। ভারতীয় জনপ্রতিনিধি আইনের ৮ নম্বর ধারা ও ভারতীয় সংবিধানের ১০২ (আই) (ই) অনুসারে মহম্মদ ফৈজলের সাংসদ পদ বাতিল করে দেওয়া হল। লোকসভা সচিবালয়ে  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাক্ষাদ্বীপের নগর দায়রা আদলতে রুজু হওয়া ০১/২০১৭ মামলায় মহম্মদ ফৈজল পাদিপ্পুরা, লাক্ষাদ্বীপের জনপ্রতিনিধি দোষী সাব্যস্ত হয়েছেন। ১১ জানুয়ারি, নগর দায়রা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। সেই রায়ের ভিত্তিতে লোকসভা সচিবালয় ভারতীয় জনপ্রতিনিধি আইনের ৮ নম্বর ধারা ও ভারতীয় সংবিধানের ১০২ (আই) (ই) ধারা মোতাবেক তাঁর সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে।  পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুুক্ত এবং দোষী সাব্যস্ত লালু প্রসাদের পর মহম্মদ ফৈজল পাদিপ্পুরা দ্বিতীয় ব্যক্তি যার সাংসদ পদ বাতিল হয়ে গেল।  মহম্মদ ফৈজলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। তিনি ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিএম সাইদের নাতি পদানথ সালিহকে খুনের চেষ্টা। ১১ জানুয়ারি আদালত এদের দোষী সাব্যস্ত করে। সাজা দেয় ১০ বছরের। ধার্য করে জরিমানা।  সেই রায়ের পর লোকসভা সচিবালয় এই সিদ্ধান্ত নিল। 

error: Content is protected !!