মিস ইউনিভার্স ২০২২ হলেন আমেরিকার আর বোনি গ্যাব্রিয়েল

এবারের মিস ইউনিভার্সের মুকুট এল না ভারতের কাছে। গোটা বিশ্ব থেকে ৮৪ জন প্রতিযোগীদের মধ্যে এই খেতাব জিতে নিলেন মিস ইউএসএ আর’বনি গ্যাব্রিয়েল। মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল আমেরিকার হিউস্টন, টেক্সাসের বাসিন্দা এবং তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। গ্যাব্রিয়েলের মা আমেরিকান এবং বাবা ফিলিপিন্সের। গ্যাব্রিয়েল নিজের পোশাকের স্টার্টআপ আর’বনি নোলার সিইও। আজ, রবিবার আমেরিকার নিউ ওরেল্যান্সে বসেছিল ৭১ তম মিস ইউনিভার্সের আসর। তাতে ৮০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার মুকুট পেয়েছেন গ্যাব্রিয়েল। গত বছর এই খেতাব পেয়েছিলেন ভারতের হরনাজ সান্ধু।

error: Content is protected !!