দেশ দিল্লির তাপমাত্রা নামলো ১.৪ ডিগ্রি by সংবাদ AME বাংলা 24X 7 শীতের চাদরে ঢেকেছে দিল্লি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডা রয়েছে। ঠাণ্ডার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। কোথাও কোথাও দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। কুয়াশার জেরে দেরিতে চলছে একাধিক ট্রেন। ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/