ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস-এ সেরা বিদেশি ভাষার সিনেমা নির্বাচিত হল আরআরআর

গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে পুরষ্কৃত হয়েছিল নাটু নাটু গান। তবে সেরা নন ইংলিশ সিনেমা বিভাগে মনোনীত হয়েও পুরষ্কার জিততে পারেনি আরআরআর। তবে সেই অভাব পূরণ করে দিল ২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড।  লস এঞ্জেলেসে হওয়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেরা বিদেশি ভাষার সিনেমা হিসেবে পুরষ্কৃত হল রাজামৌলির আরআরআর। পাশাপাশি সেরা মৌলিক গান হিসেবে পুরষ্কৃত হয়েছে নাটু নাটু গানটিও।

error: Content is protected !!