ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে ৬.১

ভোর ৪টে নাগাদ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও এখনও অবধি জারি করা হয়নি বলেই স্থানীয় সূত্রে খবর। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৩টে ৫৯ মিনিট নাগাদ ইন্দোনেশিয়ায় উত্তর সুমাত্রা দ্বীপে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আকেহ প্রদেশের সিংকিল শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১ ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরের আলো ফোটার আগেই আচমকা তীব্রভাবে কম্পন অনুভূত হতে শুরু করে। ভূমিকম্পের জেরে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। উপকূল অঞ্চলে সুনামির সতর্কতাও জারি করা হয়নি এখনও পর্যন্ত। তবে ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায়, আফটার শকের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

error: Content is protected !!