আজ মুর্শিদাবাদে সফরে মুখ্যমন্ত্রী

আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘি আসছেন। সাগরদিঘির ধুমারপাহাড় মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাস্তাঘাটের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। সেই সভা ঘিরে প্রস্তুতিপর্ব প্রায় শেষ পর্যায়ে। রবিবারই জেলা পুলিশ-প্রশাসন দফায় দফায় এসে সভাস্থল পরিদর্শন করেছেন। সোমবার, দুপুর ১২টা নাগাদ ওই সভা ঘিরে উন্মাদনা শুরু হয়েছে জেলা তৃনমূল শিবিরে। এদিকে, ওই প্রশাসনিক সভার পাশে তৈরি হয়েছে হেলিপ্যাড । সেই হেলিপ্যাড মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য রবিবারই কপ্টার ওঠানামার মহড়া হয়েছে। ওই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানা যাচ্ছে। ওই সভা থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। এছাড়াও রঘুনাথগঞ্জ ১ ব্লক, রানিনগর ১ ব্লকে বেশ কয়েকটি নতুন রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লালগোলা ব্লকে একটি সেতু, জঙ্গিপুর ও কান্দিতে সার্কিট হাউস, ডোমকলে কম্পোজিট কোর্ট ভবন, কলকাতার নিউটাউনে মুর্শিদাবাদ ভবনের উদ্বোধন করবেন মমতা। নতুন বেশ কয়েকটি রাস্তা, রাস্তার সংস্কার, জল সরবরাহ প্রকল্প, শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য প্রকল্পের শিলান্যাস হবে ওই অনুষ্ঠানে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায় দলীয় ঐক্য, কর্মীদের মনোবল বাড়াতেই তাঁর এই জেলা সফর বলে মনে করছেন অনেকে।

error: Content is protected !!