কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ফের পুরনো রণং দেহি মূর্তিতে খুঁজে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । সোমবার ভাষণের শুরু থেকেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলার প্রাপ্য টাকা আদায়ে সোমবার আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে। তাঁর অভিযোগ, অন্য রাজ্য টাকা পায় কিন্তু বাংলা পায় না। বলেন, ‘বিজেপি জমিদারি  মনে করলে ভুল করবে। এসব চলবে না’। এদিন তিনি বলেন, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্র। অথচ বিজেপি নিজেদের পকেট থেকে টাকা দেয় না। দয়া করে না। রাজ্য থেকে জিএসটি’র নামে টাকা তোলে। বলেন, রাজ্যের প্রাপ্য টাকা না দেওয়া মানে সংবিধানকে না মানা।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তোমরা যদি আমাদের ভাতে মারার চেষ্টা করো, তাহলে জেনে রাখো আমরা ধান জন্মাই, আমরা আলু জন্মাই। তোমরা কেন, কেউ বাংলাকে ভাতে মারতে পারবে না। টাকা নেই, বিজেপির ভোট নেই। তিনি বলেন, আমরা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা করে, তাদের ক্লোজার হয়ে এসেছে।  তিনি বলেন, জেলায় অভিযোগ আছে, অনেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিতে চায় না। আমি জেলাশাসককে বলব অ্যাকশন নিতে। সরকার যেমন মানুষের কল্যাণে কাজ করে, তেমনই প্রয়োজন পড়লে টাফ হতে হবে।  কেন্দ্রীয় সরকার তথা বিজেপির রাজনীতির সমালোচনা করে মমতা বলেন, জাকির হোসেনের বিড়ি কারখানায় প্রচুর শ্রমিক কাজ করেন। যাদের মাইনে দেওয়ার জন্য টাকা লাগে। ওদের কি ব্যাঙ্ক অ্যাঙ্কাউন্ট আছে? কারও বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তদন্ত হোক। কিন্তু জাকির তৃণমূল করে বলে তার বাড়িতে আইটি ঢুকিয়ে দিতে হবে। না চলবে না। রাজ্যের বিজেপি নেতাদের নাম না করে মমতা আরও বলেন, অনেক লোক আছে, কই তাদের বাড়িতে তো ইডি, আইটি, সিবিআই ঢোকে না! সাহস থাকলে তাদের বাড়িতে তল্লাশি হোক।  মমতা এদিন আরও বলেন, আমাদের সাকেত গোখেলকে কীভাবে হেনস্তা করে চলেছে। একবার করে জামিন পাচ্ছে, আবার পরদিন ধরে নিয়ে যাচ্ছে। আমরা এই রাজনীতি করি না। মুর্শিদাবাদের মানুষকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা মানববন্ধন করুন। আওয়াজ তুলুন আমাদের টাকা দাও, টাকা দাও।

error: Content is protected !!