নোংরা ফেললে জরিমানার সিদ্ধান্ত, সরস্বতী নদীর হাল ফেরাতে বরাদ্দ ২০০ কোটি

নদীমাতৃক বাংলার একাধিক নদী এখন বিলুপ্তির পথে।  কোথাও নদীর উৎস গিয়েছে শুকিয়ে, কোথাও তা উৎসস্থলে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কোথাও বা চর পড়ে নদীর স্রোত হারিয়ে গিয়েছে আবার কোথাও মানুষের আগ্রাসনে নদী হারিয়ে গিয়েছে। ওই সব নদীর মধ্যেই রয়েছে সরস্বতী নদীও যা হুগলির ত্রিবেণী থেকে শুরু হয়ে হাওড়ায় সাঁকরাইল থানার কাছে গঙ্গায় গিয়ে মিশেছে। এক সময় এই নদী ছিল নৌ-বাণিজ্যের অন্যতম হাতিয়ার। সেই সময় নৌকা করে হুগলি ও বর্ধমানের বিভিন্ন জায়গায় যাওয়া যেত। দশকের পর দশক সংস্কার না হওয়ায় এই নদী মজে গিয়েছে। কোথাও কোথাও সরু নালার মতো হয়ে গিয়েছে। তাকেই ফের ফের স্রোতস্বিনী করে তুলতে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। আর এই কাজের জন্য বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। 

error: Content is protected !!