শুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনায় জখম অভিনেত্রী পল্লবী যোশি

হায়দরাবাদে শুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনায় জখম হলেন অভিনেত্রী তথা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশি৷ স্থানীয় হসাপাতালে তাঁর চিকিৎসা চলছে । হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন চোট তিনি। সূত্রের খবর, একটি গাড়ি তাঁর গতি নিয়ন্ত্রন করতে পেরে পল্লবীকে স্বজোড়ে ধাক্কা মারে। এই মুহূর্তে হায়দরাবাদে পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর আগামী ছবি ভ্যাকসিন ওয়ারের শ্যুটিং করছেন হায়দরাবাদে। সেই ছবির শ্যুটিং সেটেই আহত হন অভিনেত্রী পল্লবী জোশি। তবে চোট সেরকম গুরুতর না হওয়ার দরুণ শ্যুটিং শেষ করেই চিকিৎসকের কাছে গিয়েছেন বিবেকের ছবির নায়িকা।

error: Content is protected !!