জার্মানিতে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক গ্রেটা থুনবার্গ

জার্মানিতে বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশের হাতে আটক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। জানা গিয়েছে, জার্মানির লুয়েৎজেরাথ গ্রাম সংলগ্ন একটি কয়লা খনিকে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছিল স্থানীয় প্রশাসন। সেই কারণে একটি গ্রামকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছিল। সেই প্রকল্পের বিরুদ্ধেই বিক্ষোভে সামিল হন গ্রেটা। কিন্তু সেই বিক্ষোভ চলাকালীনই তাঁকে আটক করে পুলিশ। যদিও কিছু পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

error: Content is protected !!