আইসিআইসিআই ব্যাঙ্কের ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ প্রতারণা মামলায় জামিন পেলেন ভিডিওকনের কর্ণধার

আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ প্রতারণা মামলায় জামিন পেলেন বৈদ্যুতিন সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুত। আজ শুক্রবার বোম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে দেরে ও বিচারপতি পি কে চবনের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ভিডিওকন কর্ণধারকে জামিন দেওয়া হয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে অন্তর্বর্তী জামিনের আদেশের উপরে আপাতত স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানানো হলেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআইয়ের ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৬ ডিসেম্বর ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুতকে গ্রেফতার করে সিবিআই। তার আগেই গ্রেফতার করা হয় ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরকে। আর্থিক সুবিধার বিনিময়েই ভিডিওকন কর্ণধারকে বিপুল অঙ্কের টাকা ঋণ হিসেবে মঞ্জুর করা হয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়। গত ৯ জানুয়ারি আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরের জামিন মঞ্জুর করে বোম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে দেরে ও বিচারপতি পি কে চবনের ডিভিশন বেঞ্চ। তার পরেই নিজের জামিনের আবেদন জানান ভিডিওকন কর্ণধার। গত ১৩ জানুয়ারি শুনানি শেষে রায়দান স্তগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ। এদিন আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে ভিডিওকন কর্ণধারের জামিন মঞ্জুর করেন বিচারপতিরা। সিবিআইয়ের পক্ষ থেকে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার জন্য বেণুগোপাল ধুতের অন্তর্বর্তী জামিনের আদেশের উপরে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। যদিও তা খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। পাশাপাশি আইসিআিসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরের জামিনের নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারপতিরা।

error: Content is protected !!