মাল শহরের সুভাষ মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ৫টি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল পাঁচটি দোকান। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মাল শহরের সুভাষ মোড়ের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে। খবর পেয়ে মালবাজারের দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাল পুরসভার জলের ট্যাংকও আনা হয়। পুলিশ, পুরসভা এবং প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থলে যান। জানা গিয়েছে, এদিন ভোরবেলায় কিছু দোকানে আগুন দেখতে পাওয়া যায়। দোকানগুলি কাঠের তৈরি ছিল। ফলে আগুন ভয়াবহ আকার নেয়। মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা বলেন, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

error: Content is protected !!