পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে আসছেন অমিত শাহ
ফের রাজ্য সফরে অমিত শাহ। সম্ভবত ১২ই ফেব্রুয়ারি রাজ্য সফরে আসছেন অমিত শাহ। একই দিনে জোড়া সভা করবেন শাহ। বীরভূমের সিউড়ি আর হুগলির আরামবাগে সভা করতে পারেন অমিত শাহ। সভার পাশাপাশি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন সাংগঠনিক বৈঠকও। খবর বিজেপি সূত্রের। প্রসঙ্গত, চলতি মাসেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নদিয়া জেলার বেথুয়া ডহরিতে রাজনৈতিক সভা করার পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে করেন বৈঠকও। জে পি নাড্ডার পর এবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।