মোরবি সেতু দুর্ঘটনায় চার্জশিটে মূল অভিযুক্ত নির্মাণকারী সংস্থার প্রধানের নাম
গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে মূল অভিযুক্ত হিসেবে সেতু নির্মাণকারী সংস্থা অজন্তা ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টরের নাম এবার পুলিশের চার্জশিটে। গুজরাত ভিত্তিক ওরেভা গ্রুপের অধীনস্থ অজন্তা ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আগামী ২৮ জানুয়ারির মধ্যে চার্জশিট পেশ করবে গুজরাত পুলিশ।