ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার থেকে ১২টি চিতা আসছে ভারতে
নামিবিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা থেকে আসছে চিতা। ভারতের সঙ্গে এই মর্মে একটি চুক্তিও হয়েছে। এবার ধাপে ধাপে ১০০টি চিতা আসতে চলেছে ভারতের জঙ্গলে। ৭০ বছর আগে এদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তারপর গতবছর নামিবিয়া থেকে মহাদেশ পেরিয়ে ৮টি চিতা আনা হয় ভারতে। তাদের এখন রাখা হয়েছে মধ্যপ্রদেশে কুনো জঙ্গলে। এবার খোদ দক্ষিণ আফ্রিকার বুনো চিতা আস্তানা গাড়বে এদেশের জঙ্গলে। জানা গেছে, আগামী ১০ বছর ধরে ধাপে ধাপে প্রায় ১০০টি চিতা আনা হবে। তার প্রথম ধাপে আগামী ফ্রেব্রুয়ারি মাসে ১২টি চিতা আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার পরিবেশ মন্ত্রক এই খবর জানিয়েছে। গতবছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে যে চিতাগুলি আনা হয়েছিল, এই ১২টিকে তাদের সঙ্গেই ঠাঁই দেওয়া হবে। এভাবে আগামী ৮-১০ বছর ধরে প্রতি বছর ১২টি করে চিতা আনা হবে ভারতে।