২০০ কোটির ক্লাবে ‘পাঠান’

বক্স অফিসে ঝড় তুলে দিল কিং খানের ‘পাঠান’ ৷ দু’দিনেই বিশ্বব্যাপী ২৩৫ কোটি টাকা আয় করল এই ছবি৷  শাহরুখ খনা, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’-এর দ্বিতীয় দিনেও বক্স অফিসে ধামাল জারি৷ পাঠান ভারতে ওপেনিং ডে-তে ৫৫ কোটি টাকার কালেকশন করেছে৷ ওভারসিজ কালেকশনের কথা বললে শাহরুখ খানের সিনেমা ১০৬ কোটি টাকা রোজগার করে ফেলেছে৷ দ্বিতীয় দিন ছিল ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ছুটি থাকায় ফের বক্স অফিসে বাজিমাত পাঠানের৷ এদিন ভারতে এই সিনেমা ৭০ কোটি টাকার ব্যবসা করল৷ এই হিসেব জুড়লে দুদিন মিলিয়ে এই ধামাল সিনেমা ১২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলল৷ এদিকে সিনেমার তামিল ও তেলেগু ভার্সন যথাক্রমে ৪.৫০ কোটি এবং ৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ বক্স অফিস ইন্ডিয়ার মতে পাঠানের হিন্দি ভার্সন দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ দ্বিতীয় দিনে এত বিশাল টাকার রোজগার করা এটা ভারতের বাজারে প্রথম সিনেমা৷ অর্থাৎ দ্বিতীয় দিনেই ইতিহাস তৈরি করে ফেলল শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা৷ শুধু এটাই নয় কেরল থেকে এই ফিল্মের রিভিউ খুবই ভাল৷ ফিল্ম সেখান থেকে ১.২২ কোটি টাকার কালেকশন করেছে৷ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের এই ফিল্ম ভাল রেসপন্স পাওয়া যাচ্ছে৷