বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত ৪, আহত ৭
বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। শনিবার ভোরে কালিম্পং জেলার মংপংয়ের কাছে রুংডুং সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গাড়ির চালককে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের মধ্যে দুজন শিলিগুড়ির বাসিন্দা। তাঁরা হলেন, শাহিল শেখ (২৩) এবং শুক্লা কুন্ডু ( ৫৭)। এছাড়া রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা তিলক মন্ডল (৩৪) এবং মুর্শিদাবাদের রাজু শেখ (২৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গাড়িটি বানারহাট থেকে ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা। বাকি ২ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।