৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, সমালোচনা থেকে শিখি।’’ সোমবার বইমেলা প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করলেন মমতা। এই প্রথম বার সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে বসল মেলা, যার নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বইমেলা প্রাঙ্গণ তার নিজস্ব ঠিকানা পেল।’’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ৪৬তম বইমেলার থিম স্পেন। এই প্রথম অংশগ্রহণ করছে তাইল্যান্ড। বইমেলা প্রাঙ্গনে রয়েছে প্রায় ৭০০ ছোট-বড় বইয়ের স্টল, ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল।