অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি, ধৃত অভিযুক্ত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, সোমবার গভীর রাতে আপ সুপ্রিমোকে ফোনে খুনের হুমকি দেওয়া হয়। রাত ১২টা নাগাদ কলটি করা হয়। ঘটনার পরই তদন্তে নামে দিল্লি পুলিশ। লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স প্রায় ৩৮। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত ব্যক্তি দিল্লির গুলাবিবাগে চিকিৎসাধীন, যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।