দুর্গাপুরের অণ্ডালে ফের ধসের আতঙ্ক

দুর্গাপুরের অণ্ডালে ফের ধসের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে নিরীহ গ্রামবাসীদের।  দু’বছর আগে অণ্ডালের হরিশপুর গ্রামে ধসের আতঙ্কে গ্রামছাড়া হতে হয়েছিল বাসিন্দাদের। অভিযোগ, বারবার ইসিএল-এর কাছে পুনর্বাসন চাইলেও তা মেলেনি। এরই মধ্যে অণ্ডালের মুকুন্দপুর গ্রামে মাটিতে ফাটল দেখা দেওয়ায় আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।  এলাকার একটি পরিত্যক্ত খনি থেকে পাম্পের মাধ্যমে জল বের করার সময়ই এই বিপত্তি ঘটেছে বলে অনুমান।  
 

error: Content is protected !!