প্রেমিকাকে নয়, ভ্যালেন্টাইন ডে-তে গরুকে জড়িয়ে ধরতে বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের, বিতর্ক তুঙ্গে

আগামী ১৪ ফ্রেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবসে গরুর সঙ্গে প্রেম নিবেদনের আর্জি জানাল মোদি সরকার।  এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় পশুপালন দফতর। বিজ্ঞপ্তিতে সই রয়েছে পশুপালন দফতরের সচিব এসকে দত্তের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি দিনটি কাউ হাগ ডে (অর্থাৎ গরুকে জড়িয়ে ধরার দিন) হিসেবে পালন করা হোক।   কেন্দ্রের মৎস্য, প্রাণী ও ডেয়ারি মন্ত্রকের অধীনে থাকা এই বিশেষ দফতরটির আর্জি, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে-এর পাশাপাশি কাউ হাগ ডে হিসেবেও পালিত হোক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরা সকলেই জানি ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড গরু। আমাদের কাছে এদের পরিচয় গোমাতা এবং কামধেনু। কারণ, এরা আমাদের কাছে মায়ের সমান।  পশ্চিমী সংস্কৃতির দাপটে বৈদিক সংস্কৃতি ধ্বংসের পথে। বিনষ্ট করছে আমাদের ঐহিত্য় ও পরম্পরা। গরুর থেকে আমরা নানাভাবেই উপকৃত হয়েছি। তাই, আসন্ন প্রেমদিবসে গরুকে জড়িয়ে ধরার আহ্বান জানাই। এর ফলে গরুর সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত ও সুদৃঢ় হবে।  আগামীদিনে আমাদের জীবন আরও উন্নত হবে।   কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, সরকার এইভাবে কাউকে নির্দেশ দিতে পারে কি না। আর সব কিছু থাকতে শুধুমাত্র গরুকে জড়িয়ে ধরতে বলা হল কেন? কিছু মানুষ পাখি ভালোবাসে। কিছু মানুষ আবার সারমেয়দের ভালোবাসে। কিছু মানুষ ভালোবাসে বেড়ালদের। তা এদের সকলকে বাদ দিয়ে শেষ পর্যন্ত গরুকে আলিঙ্গন করার বার্তা দিয়ে সরকার বুঝিয়ে দিতে চাইল, তারা আসলে গোভক্ত সরকার। নেটিজেনদের একাংশ বলছে, মোদি সরকার আগে ছিল রামভক্ত এবার গরুভক্ত!  আবার অনেকে বলছে, ভ্যালেনটাইনস ডে-তে সিঙ্গল থাকলেও এখন আর চাপ নেই। আপনার জন্য ভালোবাসার নিদান দিচ্ছে সরকারি দফতর। প্রেমিক বা প্রেমিকার জন্য অপেক্ষা করার দরকার নেই। গরুকেই এই দিন ভালোবাসুন মনপ্রাণ দিয়!

error: Content is protected !!