উত্তরবঙ্গে ফের নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

ফের নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। এবার উত্তরবঙ্গ মেডিকেল নার্সিং ট্রেনিং কলেজের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল শনিবার রাতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কীভাবে ওই তরুণীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শনিবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল নার্সিং ট্রেনিং কলেজের এক ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় প্রথমে দেখতে পান তার সহপাঠীরা। এরপর বিষয়টি তারা জানায় কলেজ কর্তৃপক্ষকে। তড়িঘড়ি ওই ছাত্রীকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত তরুণী বালুরঘাটের বাসিন্দা ছিলেন। নার্সিংয়ের প্রথম বর্ষের ছাত্রী ছিল সে। এই ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই চাহত্রী আত্মঘাতী হয়েছেন নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এখনও কোনও প্রশাসনিক আধিকারিক মুখ খুলতে চাননি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

error: Content is protected !!