মহারাষ্ট্রের নাসিকে ট্রেনের ধাক্কায় মৃত ৪

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৪ জন রেলকর্মীর মৃত্যু। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের নাসিক জেলার লাসলগাঁও স্টেশনের কাছে। জানা গিয়েছে, ওই ৪ রেলকর্মী দুর্ঘটনার সময় সিগনাল সারানোর কাজ করছিলেন। আচমকাই ওই লাইনে ট্রেন চলে আসে। সেখান থেকে সের যাওয়ার আগেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের। মৃতরা হলেন, সন্তোষ কেদারে(৩৮), দিনেশ দহাড়ে(৩৮), কৃষ্ণা আহিরে(৪০) ও সন্তোষ শিরষাঠ(৩৮)।

error: Content is protected !!