জম্মু-কাশ্মীর পুনর্বন্টন মামলা খারিজ সুপ্রিমকোর্টে

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল জম্মু-কাশ্মীর পুনর্বন্টন মামলা। সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কিশোল কাঔল এবং এএস ওকার ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দিয়েছে। জম্মু-কাশ্মীরের পুনর্বন্টনের আর্জি জানিয়ে বিচারপতি কাঔল এবংবিচারপতি ওকার ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন হাজি আব্দুল গণিখান এবং ড. মহম্মদ আয়ুব মাট্টু।মামলায় তাদের আর্জি ছিল জম্মু-কাশ্মীরের ১০৭টি আসন বাড়িয়ে ১১৪ করায় ভারতীয় সংবিধানের ৮১, ৮২, ১৭০, ৩৩০ এবং ৩৩২ ধারা এবং জম্মু-কাশ্মীরের ২০১৯-য়ের ৬৩ নম্বর ধারাকে লঙ্ঘন করছে। তাই, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হোক।   বিচারপতি কাঔল এবং বিচারপতি ওকার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই আদালতে এই সংক্রান্ত আরও একটি মামলা দায়ের হয়েছে। তাই, নতুন করে এজলাস আর এই নিয়ে আর কোনও মামলার শুনানিতে আগ্রহী নয়। 

error: Content is protected !!