
আদানি ইস্যুতে বিজেপির কোনও কিছু লুকানোর নেই, ভয় পাওয়ারও কিছু নেই, দাবি অমিত শাহের
আদানি বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপির কোনও কিছু লুকানোর নেই, ভয় পাওয়ারও কিছু নেই ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিলেন, আদানি প্রসঙ্গে বিজেপির কিছুই লুকনোর নেই। এই বিষয়টি নিয়ে দল ভয় পাচ্ছে না। আপাতত সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ে মুখ খুলতে চান না বলেই জানিয়েছেন শাহ। তাঁর মতে, অযথা ভিত্তিহীন প্রচার চালাচ্ছে বিরোধী দলগুলি। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের সাহায্যেই রকেটের গতিতে আদানির ব্যবসার উন্নতি হয়েছে, এই দাবি তুলে সংসদে সরব হন বিরোধীরা। সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিষয়টি সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন। মন্ত্রী হিসাবে এই নিয়ে আমার কথা বলা উচিত নয়। তবে আদানি প্রসঙ্গে বিজেপি কিছুই লুকোতে চায় না। কোনও কিছুতেই বিজেপির ভয়ের কারণ নেই।” প্রসঙ্গত, বিরোধীদের দাবি, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরেই ম্যাজিকের মতো আদানির সম্পত্তি বাড়তে থাকে। মোদির সাহায্যেই একের পর এক ব্যবসায় সাফল্য পেয়েছেন গৌতম আদানি, এমনটাই অভিযোগ ওঠে। আদানি গোষ্ঠীকে নিয়ে বিরোধীদের লাগাতার প্রশ্নের মুখে পড়েও একটি শব্দ বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের জবাবে ভাষণে একাধিক বিষয়ে মন্তব্য করলেও আদানি নিয়ে কোনও কথা শোনা যায়নি তাঁর মুখে। পালটা দিয়ে কংগ্রেসের তরফে বলা হয়, আসলে বন্ধু আদানিকে আড়াল করতে মৌনব্রত গ্রহণ করেছেন মোদি। শেষ পর্যন্ত আদানি ইস্যুতে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।