নিউজিল্যান্ডে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল

নিউজিল্যান্ডে আছড়ে পড়েছে তীব্র গতির ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল । শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ধাক্কায় ওলট পালট হয়ে গিয়েছে নিউজিল্যান্ড উত্তরাঞ্চলের বহু এলাকা। ভেঙে পড়েছে ঘরবাড়ি। নেই পানীয় জল, খাদ্য, বিদ্যুতের পরিষেবা। পরিবার, প্রিয়জনের থেকে আলাদ হয়ে গিয়েছে কতশত মানুষ। মঙ্গলবার অতি শক্তিশালী সাইক্লোন গ্যাব্রিয়েল আছড়ে পড়ায় এখনও অবধি উদ্ধার হয়েছে ৩ মৃতদেহ। শয়ে শয়ে আহত মানুষকে উদ্ধার করা হয়েছে ঘূর্ণিঝড়ের পড়ে। ঘটনাস্থলে ১১ টি আর্মি ট্রাক পৌঁছেছে। যারা ২৫০০ জন ক্ষতিগ্রস্থ মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে তুলেছে। রয়েছে বাচ্চা থেকে বুড়ো সকলেই। নিজেদের ঘর বাড়ি হারিয়ে নিশ্য হয়ে হাউহাউ করে কাঁদছেন তাঁরা।

error: Content is protected !!