এয়ারবাসের পর বোয়িং, মোট ৪৭০ টি বিমান কিনবে এয়ার ইন্ডিয়া

 ২০২২ সালের জানুয়ারি মাসের শেষের দিকে যখন ১০০ কোটি টাকায় ভারত সরকারের কাছ থেকে সংস্থার মালিকানা নেয় টাটা গ্রুপ, তখনও এয়ার ইন্ডিয়ার অবস্থা কিছুটা টালমাটাল ছিল বলাই যায়। গালফ এবং ওয়েস্টার্ন এয়ারলাইন্সের দিক থেকে বাজারে সেই সময়ে সংস্থা অনেকটাই শেয়ার হারিয়েছিল বলে খবর। তবে এবার দুই ডানায় নতুন করে জোর ফিরছে, যোগ হচ্ছে সাফল্যের মুকুটে নতুন পালক। বিশ্বের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক উড়ানের ইতিহাস রচনা করছে এয়ার ইন্ডিয়া। সম্পন্ন হয়েছে এক ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি- ২৫০ টি এয়ারবাস আর ২২০ টি বোয়িং বিমানের অর্ডার দিয়ে নতুন রেকর্ড গড়ল এয়ার ইন্ডিয়া।

error: Content is protected !!