রাজ্য বাজেটঃ পর্যটন শিল্পের বিকাশে ৪৯১.৬৬ কোটি টাকা এবং শিক্ষা খাতে বরাদ্দ বেড়ে ৩৭০৭৫.০৫ কোটি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ২৬,৬০৩.৫১ কোটি 

২০২৩-২৪ অর্থবর্ষে পর্যটন, সুন্দরবন বিষয়ক বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ, পূর্ত বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগে বিপুল টাকা বরাদ্দের প্রস্তাবের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্য বাজেটে মোট ৩ লাখ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার মধ্যে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৪৯১.৬৬ কোটি টাকা। সুন্দরবন বিষয়ক বিভাগে উন্নয়নের জন্য বরাদ্দ ৬০৯.১৫ কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগে উন্নয়ন কর্মের জন্য বরাদ্দ ৭৫৪.১১ কোটি টাকা। পাশাপাশি পূর্ত বিভাগে ৬৪৩৩.৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে। বিদ্যালয় শিক্ষা বিভাগে বরাদ্দ ৩৭০৭৫.০৫ কোটি টাকা। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ১৩৩০.৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৭৫৪.১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য।  বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে ২৬৬০৩.৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগে ৭২২.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগে বরাদ্দ করা হয়েছে ৩৮৭.৭৬ কোটি টাকা। পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগে বাজেট বরাদ্দ করা হয়েছে ৫১৮.৪৮ কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগরি বিভাগে কাজের জন্য বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ৪০৭৫.৫৯ কোটি টাকা। অন্যদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি সেই সময় রাজ্যের স্কুল শিক্ষা খাতে বরাদ্দ বাড়াল সরকার। বুধবার রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করার পর দেখা যায় গত বছরের তুলনায় চলতি বছর বাজেটে স্কুল শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে বিদ্যালয় শিক্ষাখাতে বাজেট বরাদ্দ করা হয়েছে ৩৭০৭৫.০৫ কোটি টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৩৫ হাজার ১২৬ কোটি ১৩ লাখ টাকা। স্কুল শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উচ্চ শিক্ষা বিভাগেও বিপুল বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বুধবারের বাজেটে। এদিনের বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য উচ্চশিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ করেন ৬০৫০.৫০ কোটি টাকা। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ বরাদ্দ ৩৯৬.৪০ কোটি টাকা। একইসঙ্গে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগে বাজেট বরাদ্দ করা হয়েছে ১৩৩০.৮৯ কোটি টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৭৫৪.১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এদিন প্রস্তাব দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

error: Content is protected !!